কক্সবাজার প্রতিনিধি

  ০৬ আগস্ট, ২০২০

ফলোআপ

ভূমিদস্যুর হামলায় আহত রেঞ্জ কর্মকর্তার মৃত্যু

মহেশখালী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন

সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে লাইফ সাপোর্টে থাকা চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন কক্সবাজারের মহেশখালী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ খবর নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক।

এর আগে গত ৩০ জুলাই মহেশখালীর কেরুনতলি করইবুনিয়ায় সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে দখলবাজদের হামলায় গুরুতর আহত হন তিনিসহ বনবিটের আরও কয়েকজন সদস্য।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের কেরুনতলী বিটের করইবুনিয়া এলাকায় বন বিভাগের সংরক্ষিত এলাকার বনভুমিতে স্থানীয় ভূমিদস্যু চক্র অবৈধভাবে পানের বরজ তৈরি করেন।

৩০ জুলাই ওইসব অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে যান সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন (৩০), কেরুনতলী বিট কর্মকর্তা আহসানুল কবির (৪৫) এবং বন বিভাগের নৌকা চালক জিয়া রহমানসহ কয়েকজন বন কর্মকর্মী। উচ্ছেদ অভিযানের আগেই খবরটি পায় দখলবাজ চক্র। তারা পরিকল্পিতভাবে অস্ত্র সহকারে সজ্জিত হয়ে অপেক্ষমান থাকে।

উচ্ছেদ অভিযান চালানোর উদ্দেশ্যে বনকর্মীরা ওই স্থানে পৌঁছলেই সংঘবদ্ধ সরকারি ভূমি দখলবাজ চক্র অতর্কিতভাবে বনকর্মীদের ওপর হামলা চালায়। দখলবাজদের এলোপাতাড়ি হামলায় আহত সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিন, বিট কর্মকর্তা আহসানুল কবির এবং বন বিভাগের নৌকা চালক জিয়া। আহতদের মধ্যে সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউছুপ উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেথানে ইউছুপের মাথায় অস্ত্রোপচারের পর তাকে মুমুর্ষ অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। গত ৫ দিন ধরে তিনি লাইফ সার্পোটে থাকার পর আজ ভোর ৫টার দিকে মারা যান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউসুফ উদ্দীন,রেঞ্জ কর্মকর্তা,মহেশখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close