ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১১ জুলাই, ২০২০

ধর্মপাশায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল সভা

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে কার্যালয়ের হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ‘কোভিড-১৯ প্রতিরোধ করি, নারী কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১টার দিকে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান রনি। প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।

গত অর্থবছরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যারা শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করেছেন তারা হলেন,পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসনা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আবু নোমান, পরিবার কল্যাণ সহকারী উম্মে জাকিয়া, (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেলবরষ, বেসরকারি সংস্থা কেয়ার জি.এস.কে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধর্মপাশা,বিশ্ব জনসংখ্যা দিবস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close