কুষ্টিয়া প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০২০

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

কুষ্টিয়া কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ শ্রমিকের মধ্যে শরিফুল ইসলাম নামের একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার দুপুর ১টায় কুমারখালী উপজেলার চরসাদিপুর পদ্মা নদীতে ঘটনাস্থলে দেড় কি:মি: ভাটিতে ভেসে উঠা লাশ দেখে পাবনা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাদের উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে।

উদ্ধারকৃত মৃত শরিফুল ইসলাম ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউননিয়নের জামালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, মঙ্গলবার সকালে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধারে ডুবুরী দলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। বুধবার দুপুর ১ টায় ১ জনের লাশ উদ্ধার হলেও এখনও ৩ জনের লাশ নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে পদ্মা নদীর চর সাদিপুর এলাকায় ডিঙি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৩ জনের মধ্যে ৯ জন শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হলেও সাঁতার না জানায় ৪ জন পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। শরিফুল ইসলাম(৩১)র লাশ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,নৌকা ডুবি,পদ্মা,লাশ উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close