বেড়া (পাবনা) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০২০

চিকিৎসক আক্রান্ত

বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বেশির ভাগ বিভাগ বন্ধ ঘোষণা

পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো নয়জনে।

চিকিৎসক আক্রান্ত হওয়ায় সোমবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও অভ্যন্তরীণ বিভাগ (ওয়ার্ড) ছাড়া সব বিভাগ ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বহির্বিভাগের রোগীদের টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে বলে জানা গেছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বেড়া উপজেলার এক নারী চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ার প্রতিবেদন আসে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদে কর্মরত। তার স্বামীও একই পদে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। নমুনা দেওয়ার সময় কোভিড শনাক্ত ওই চিকিৎসকের সামান্য উপসর্গ থাকলেও এখন তিনি সুস্থ।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরদার মো. মিলন মাহমুদ বিষয়টি প্রতিদিনের সংবাদকে নিশ্চিত করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেড়া,বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close