লালমনিরহাট প্রতিনিধি

  ৩১ মে, ২০২০

লালমনিরহাটে স্বাস্থ্যকর্মী, পুলিশসহ আরও ৯ জনের করোনা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একজন স্বাস্থ্যকর্মী ও হাতীবান্ধা উপজেলায় কর্মরত ২ পুলিশ সদস্যসহ জেলায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১ জন, কালীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যকর্মীসহ ৪জন, হাতীবান্ধা উপজেলায় দুই পুলিশ সদস্যসহ ৩ জন ও পাটগ্রাম উপজেলায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রোববার বিকালে লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডা. নির্মলেন্দু রায় জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও ঢাকা শেরেবাংলা নগর ল্যাবে লালমনিরহাট জেলার ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত লালমনিরহাট জেলা থেকে ৮৯২টি নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৭৯২টি নমুনার ফলাফল পাওয়া গেছে।

উল্লেখ্য, লালমনিরহাটে নতুন ৯ জ সহ মোট ৪৪ জন করোনা রোগী। এদের মধ্যে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা পজিটিভ,লালমনিরহাট,করোনা শনাক্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close