বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

  ১৯ এপ্রিল, ২০২০

বাগমারায় জিআর বরাদ্দের চাল বিতরণ

করোনাভাইরাস সংকটে রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কর্মহীন হতদরিদ্রের মাঝে জিআর বরাদ্দের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রোববার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ৬৫০ জনের মধ্যে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের তত্ত্বাবধানে তালিকাভুক্তদের মধ্যে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

এ সময় উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের তদারকি করেন ইউনিয়নের নিয়োজিত ট্যাগ কর্মকতা প্রফুল্ল কুমার সরকার ও সচিব আতাউর রহমান। এছাড়াও পুলিশ, সাংবাদিক, ইউনিয়নের ত্রাণ কমিটির সদস্য, ইউপির সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, স্থানীয় ইউপি সদস্য ও ত্রাণ কমিটির সদস্যদের মাধ্যমে তৈরি করা তালিকা এবং পরে উপজেলার কর্মকর্তাদের মাধ্যমে বাছাই করার পর চূড়ান্তভাবে নির্বাচিত ৬৫০ জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগমারা,চাল বিতরণ,যোগীপাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close