তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৯ এপ্রিল, ২০২০

তাড়াশে বাড়ছে করোনা আতংক

সিরাজগঞ্জের তাড়াশে ঢাকা-নারায়গঞ্জ থেকে শ্রমিকরা ফিরে আসায় স্থানীয়দের মধ্যে করোনা আতংক বিরাজ করছে। আর ফেরত আসা ওই শ্রমিকরা হোম কোয়ারেন্টাইন না মানায় প্রতিবেশীদের মধ্যেও ক্ষোভ বিরাজ দেখা দিয়েছে।

জানা গেছে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তাড়াশের বিভিন্ন পাড়া মহল্লার ঢাকা-নারায়ণগঞ্জে থাকা শ্রমিক বিভিন্নভাবে গোপনে এলাকায় ফিরে আসতে শুরু করছেন।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রোববার ভোরে তাড়াশে পূর্ব পাড়ার বাসিন্দা নারায়ণগঞ্জে শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন এমন ৮ জন ফিরে এসেছেন। এছাড়া গত শনিবার উপজেলার বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামে ৫-৮ জন ফিরে আসেন।

তাড়াশ ইউএনও ইফফাত জাহান বলেন, নারায়ণগঞ্জ বা দেশের যেকোনো জায়গা থেকে কেউ তাড়াশে ফিরে আসলে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে অবশ্যই তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আতংক,তাড়াশ,করোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close