চট্টগ্রাম ব্যুরো

  ১৮ এপ্রিল, ২০২০

চট্টগ্রামে বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শ্রমিকরা।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সেন্টমার্টিন হোটেলের সামনে প্রধান সড়কে অবরোধ ও বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, ফ্রাংক গ্রুপের একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে ওই কারখানাও বন্ধ করে দেওয়া হয়। তবে গত মাসের বেতন না পাওয়ায় ও ত্রাণের দাবি করেন শ্রমিকরা।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক জানান, মালিকদের সঙ্গে শ্রমিকদের কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,শ্রমিক,বিক্ষোভ,অবরোধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close