টাঙ্গাইল প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০২০

আইসোলেশনে ২

টাঙ্গাইলে ১৫৯১ জন কোয়ারেন্টাইনে

টাঙ্গাইলের ১২টি উপজেলায় নতুন করে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ বর্তমানে ১৫৯১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদিকে দুইজন করোনা রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, এই দুইজনের চিকিৎসা চলছে। তাদের শারিরীক অবস্থা অনেকটা ভাল। ইতোমধ্যে ওই ওয়ার্ডে ৫৫ বেডের আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত নাগরপুর ও ভূঞাপুরের এই দুই রোগীকে গত বুধবার করোনা ইউনিটে ভর্তি করা হয়। জেনারেল হাসপাতালে কোনো ভেন্টিলেটরের ব্যবস্থা নাই।

এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৫৭ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জেলায় মোট ৩৬৭৮ জনকে প্রাতিষ্ঠানিক ও হোমকোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। এ পর্যন্ত মোট ২০৮৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৬১ জন। জেলায় ৫১৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ৪৫১ জনের রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে ৯ জনের করোনা সনাক্ত হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোয়ারেন্টাইন,টাঙ্গাইল,আইসোলেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close