নওগাঁ প্রতিনিধি

  ১৫ এপ্রিল, ২০২০

নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নওগাঁ জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসক হারুন-অর-রশিদ গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে ১১টি উপজেলাসহ সমগ্র জেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। এছাড়াও লকডাউন চলাকালে নওগাঁ জেলা থেকে কেউ বাইরে যেতে কিংবা অন্য জেলা থেকে কেউ নওগাঁ প্রবেশ করতে পারবে না। জরুরি পরিষেবা ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক জানান, ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশদ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরও বেশি সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারি বিধি নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,লকডাউন,নওগাঁ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close