রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০২০

রাজৈর লকডাউন, টেকেরহাট কাঁচাবাজার স্থানান্তর

করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসক গত রোববার থেকে রাজৈর উপজেলাকে লকডাউন ঘোষণা করেন। এরপরেও কাঁচাবাজার ও মাছবাজারে সামাজিক দূরত্ব রেখে দোকানদাররা বসছিল না, অন্যদিকে ক্রেতারাও সামাজিক দূরত্ব মানছিল না।

অবশেষে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ বিভাগ, সেনাবহিনী ও পৌর মেয়রের তৎপরতায় মঙ্গলবার থেকে কাচাঁবাজার ও মাছবাজার পূর্বের জায়গা থেকে সরিয়ে নিয়ে টেকেরহাট বাসস্ট্যান্ডের খালি জায়গায় সামাজিক দুরত্ব বজায় রেখে বসানো হয়েছে।

ফলে সরকারি বিধি অনুযায়ী একটি পরিচ্ছন্ন পরিবেশে বাজারটি দৃশ্যমান হয়েছে। তবে খোলা আকাশের নিচে রোদের মধ্যে বসায় এসব দোকানদারের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে তারা জানান।

ঘোষণা অনুযায়ী বাজারটি সকাল ৬টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত চলবে কাঁচাবাজার । বন্দরের এ জায়গাটি কিছুদিন পুর্বে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের প্রচেষ্টায় ও রাজৈর পৌর মেয়রের সহযোগিতায় দখলমুক্ত হয়েছিল। বর্তমানে সে জায়গাটি করোনাভাইরাসের ক্রান্তিকালে ভালো কাজে ব্যবহার হলো।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজৈর,কাঁচাবাজার,লকডাউন,করোনা প্রতিরোধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close