reporterঅনলাইন ডেস্ক
  ১৩ এপ্রিল, ২০২০

করোনায় ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শনাক্ত হওয়া করোনা আক্রান্ত শিশুটি সোমবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছে। এটিই পটিয়ার করোনা আক্রান্তের প্রথম মৃত্যু।

শিশুটির নাম আশরাফুল ইসলাম (৬)। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওসমান পাড়ার খলিলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী।

আক্রান্ত শিশুটিকে গত শুক্র ও শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ১০৮ নাম্বার রুমে চিকিৎসা দেওয়া হয়। শনিবার হাসপাতালের পক্ষ থেকে তার কোভিড ১৯-এর নমুনা পরীক্ষা করা হয়।

রোববার রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষা শেষে আশরাফুল করোনায় আক্রান্ত বলে জানা যায়। এ খবর পাওয়ার পর শিশুটির এলাকা হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডটি লকডাউন করে দেয় পটিয়া উপজেলা প্রশাসন। রাতেই আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের বিশেষ অ্যাম্বুলেন্স পটিয়ায় হাইদগাঁও বাড়ি থেকে আশরাফুল, তার বাবা, মা ও দাদিকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটিয়া,করোনা,শিশুর মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close