আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১০ এপ্রিল, ২০২০

উপজেলা লকডাউন ঘোষণা

আমতলীতে মারা যাওয়া আ.লীগ সভাপতি করোনা আক্রান্ত ছিলেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার (৭৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী। এ ঘটনায় আমতলী উপজেলা লকডাউন করেছে বরগুনা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান দেলোয়ার।

এর আগে করোনার উপসর্গ থাকায় বুধবার পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যান দেলোয়ার। এ সময় সেখানে কর্মরত চিকিৎসক তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। কিন্তু রিপোর্ট আসার আগেই একদিনের মাথায় মারা যান। শুক্রবার দুপুর ২টার দিকে পটুয়াখালীতে তার রিপোর্ট আসে। এতে তিনি করোনা পজিটিভ ছিলেন বলে উল্লেখ করা হয়।

বরগুনার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেলোয়ারই বরগুনায় প্রথম করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে বরগুনায় প্রথম মারা যাওয়া ব্যক্তিও তিনি।

বরগুনার জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বলেন, দেলোয়ারের বাড়ি আমরা লকডাউন করেছি। এছাড়াও তার জানাজা এবং দাফন স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমতলী,করোনা,লকডাউন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close