হিলি প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০২০

হিলিতে নির্দেশ না মানায় ১৩ জনকে জরিমানা

দিনাজপুরের হিলিতে নির্দেশনা না মেনে বাড়ির বাইরে বের হওয়ায় পথচারী ও মোটরসাইকেল আরোহীসহ ১৩ জনকে ৫৫ হাজার ২শ টাকা জরিমানা ও ১ জনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ৮টায় হিলির স্থলবন্দরের চার মাথা মোড়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম এই দণ্ড প্রদান করেন। এসময় সেখানে ১১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার আনোয়ার হোসেন, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যরা হিলির প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, নির্দেশনা না মেনে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ায় ও অনেকে মাদক সেবনের উদ্দেশে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল যোগে হিলিতে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বমোট ১৩ জনকে ৫৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে এবং ১ জনকে মাদক সেবনের অপরাধে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ রোধে মানুষকে বাড়িতে রাখতে ও সামাজিক দুরত্ব নিশ্চিতে হিলিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি,বাড়ি,করোনা ঝুঁকি,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close