সীতাকুণ্ড প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০২০

সীতাকুণ্ডে প্রথম করোনা রোগী শনাক্ত, ৬ বাড়ি লকডাউন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর গোডাউন রোডে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বুধবার সকালে আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর নিয়ে গেলে ডাক্তার তার রক্তের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই তার করোনা টেস্টে পজিটিভ ধরা পড়ে।

আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জে কমার্স ব্যাংকের গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি সন্দ্বীপের বাসিন্দা হলেও সীতাকুণ্ডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

এদিকে রাত দশটার সময় উপজেলা প্রশাসন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্বাস্থ্য কর্মকর্তারা গিয়ে সীতাকুণ্ড পৌর সদর গোডাউন রোডে ভাড়ায় থাকা কবির মঞ্জিলের চারতলা বাড়িসহ ৬ টি বাড়ি ও ৩টি দোকান লকডাউন ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, আমরা ৬টি বাড়ি ও ৩টি দোকান লকডাউনে রেখেছি। আগামী ১৪ দিন তাদের বাড়িতে থাকার জন্য বলা হয়েছে।

এদিকে রাতেই আক্রান্ত রোগীকে বাসা থেকে নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সীতাকুণ্ড,করোনা রোগী,করোনা আক্রান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close