reporterঅনলাইন ডেস্ক
  ০৭ এপ্রিল, ২০২০

নাঙ্গলকোটে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোশারফ হোসেন তালুকদার (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দৌলখাঁড় ইউপির দৌলখাঁড় গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

ওই দিন দুপুরের নাঙ্গলকোট থানা পুলিশ নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করে। তিনি ওই এলাকার মৃত আলী আক্কাসের ছেলে।

জানা গেছে, গত কয়েক দিন থেকে মোশারফের জ্বর, সর্দি ও পাতলা পায়খানা হয়। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। হঠাৎ করে মঙ্গলবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। পরে নাঙ্গলকোট থানার এসআই ওবায়দুল হল ও এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেন। এ সময় নিহতের পরিবারের কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, নমুনা সংগ্রহ করে ঢাকা পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্ট আসলে আসল কারণ জানা যাবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেব দাস দেব বলেন, এ বিষয়ে পরে কথা বলবো। এটা নিয়ে এখন আমি কাজ করছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুবকের মৃত্যু,নাঙ্গলকোট,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close