খাগড়াছড়ি প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২০

ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গম এলাকায় রাখাইন এসোসিয়েশন

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে খাগড়াছড়ির দুর্গম এলাকার অসহায় দিনমজুরদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ির রাখাইন এসোসিয়েশন।

মঙ্গলবার সকাল থেকে জেলা সদরের আপারপেরাছড়া, স্বনির্ভর এবং মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ভাঙ্গামুড়া, হাতিমুড়া ও চেলাছড়া এলাকার প্রায় ২০০ পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়।

এসময় রাখাইনএসোসিয়েশনের সভাপতি ক্যচিং রাখাইন, সাধারণ সম্পাদক ছেনলামং রাখাইন, লাফ্রু রাখাইন, ক্যচা রাখাইন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি জেলা সভাপতি শাহদাৎ হোসেন ও ভাঙ্গামুড়া এলাকার কার্বারি ধনয় কুমার ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,ত্রাণ সামগ্রী,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close