বেনাপোল প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০১৯

বেনাপোলে মিলবে কলকাতা ভ্রমণের রেল টিকিট

খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনের বেনাপোল স্টেশন থেকেও কলকাতা যাওয়া যাবে।

আগামী ৮ আগস্ট থেকে টিকিট কেটে বেনাপোল থেকে সরাসরি কলকাতায় যেতে পারবেন যাত্রীরা। রেলওয়ের মহাপরিচালক সামসুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বেনাপোল রেলস্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, বেনাপোল থেকে কলকাতাগামী যাত্রীরা এখন বেনাপোল স্টেশন থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে তাদের খুলনা-কলকাতা রুটের ভাড়াই দিতে হবে। এসি বগি ২ হাজার এবং নন-এসি ১ হাজার ৫০০ টাকা দিয়ে টিকিট নিতে হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, আগে প্রতি বৃহস্পতিবার খুলনা থেকে বেনাপোল হয়ে কলকাতা যেতে শুধু খুলনা, যশোর থেকে টিকিট কেটে ট্রেনে উঠতে হতো। কিন্তু এখন বেনাপোল স্টেশন থেকে টিকিট কেটে সরাসরি কলকাতা যাওয়া যাবে।

বেনাপোল নাগরিক কমিটির সম্পাদক নুরুজ্জামান বলেন, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস যখন চালু হয় তখন থেকে বেনাপোলবাসীর দাবি ছিল আমরাও বন্ধন এক্সপ্রেসে করে বেনাপোল স্টেশন থেকে কলকাতা যাব। দীর্ঘদিন পর আমাদের দাবি পূরণ হতে চলেছে জেনে খুব ভালো লাগছে। তবে ভাড়াটা অনেক বেশি হয়ে গেছে।

তিনি আরও বলেন, সাধারণ যাত্রীরা ভারতের পেট্রাপোল থেকে বনগাঁ রেলস্টেশনে যান ২৫ রুপিতে। সেখান থেকে শিয়ালদহ স্টেশন যেতে লাগে মাত্র ২০ রুপি। সেক্ষেত্রে ভাড়াটা বেশি নেওয়া হবে। ভাড়া সহনীয় পর্যায় না আনলে বেনাপোল স্টেশনের যাত্রী না পাওয়ার আশঙ্কা থেকে যাবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেনাপোল,কলকাতা ভ্রমণ,রেল টিকিট,বন্ধন এক্সপ্রেস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close