গাজীপুর প্রতিনিধি

  ৩১ ডিসেম্বর, ২০১৮

গাজীপুরে ৫টি আসনেই আ.লীগ প্রার্থীরা জয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের প্রত্যেকটিই আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষণা করেন।

গাজীপুর-১ আসন : গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক (নৌকা) ৪ লাখ ১ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী পেয়েছেন ৯৪ হাজার ৭২৩ ভোট। ব্যবধান ৩ লাখ ৬ হাজার ৭৯৫ ভোট।

গাজীপুর-২ : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রায়ত সাংসদ আহসান উল্যাহ মাষ্টারের ছেলে সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল (নৌকা) পয়েছেন ৪ লাখ ১২ হাজার ১৪০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সালাহ উদ্দিন সরকার (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪০ ভোট। ব্যবধান ৩ লাখ ১১ হাজার ১শ ভোট।

গাজীপুর-৩ : আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন (নৌকা) ৩ লাখ ৪৩ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী ঐক্য ফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগ নেতা ইকবাল সিদ্দিকী (ধানের শীষ) পেয়েছেন ৩৭ হাজার ৭৮৬ ভোট। ব্যবধান ৩ লাখ ৫ হাজার ৫৩৪ ভোট। মুহাম্মদ ইকবাল হোসেন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন।

গাজীপুর ৪ : এ আসনে বঙ্গতাজ কন্যা আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি (নৌকা) ২ লাখ ৩ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ) পেয়েছেন ১৮ হাজার ৫৮২ ভোট। ব্যবধান ১ লাখ ৮৪হাজার ৬৭৬ ভোট। গাজীপুর-৫ : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদ ময়েজ উদ্দিন কন্যা প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (নৌকা) ২ লাখ ৭ হাজার ৬৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী একেএম ফজলুল হক মিলন (ধানের শীষ) পেয়েছেন ২৭ হাজার ৯৭৬ ভোট। ব্যবধান ১ লাখ ৭৯ হাজার ৭২৩ ভোট।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,আ.লীজ,নৌকা প্রার্থীরা জয়ী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close