রংপুর ব্যুরো

  ৩১ ডিসেম্বর, ২০১৮

রংপুরে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি : র‌্যাব অধিনায়ক

রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেছেন, নির্বাচনে র‌্যাব ও পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করায় কোনো অনিয়ম হয়নি। আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি নববর্ষে র‌্যাবের টহল নগরীতে জোরদার করা হয়েছে। তরুণ সমাজ নববর্ষকে ঘিরে মাদকগ্রহণ, যৌন হয়রানি বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে চাইলে র‌্যাব কঠোর হস্তে দমন করবে।

সোমবার বিকেলে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে নির্বাচন পরবর্তী সময়ে র‌্যাবের কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে র‌্যাবের রোবাস্ট পেট্রলিং কার্যক্রম অব্যাহত থাকবে। পীরগাছায় প্রিজাইডিং অফিসার আহত হওয়ার ঘটনায় পুলিশ মামলা করেছে। বিষয়টি নিয়ে কাজ করছে র‌্যাব। আসামি ধরতে র‌্যাব অভিযান শুরু করেছে।

এছাড়া রংপুরের ঠাকুরবাড়ি হামলার ঘটনার অন্যতম আসামি এনামুল হক মাজেদীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব ১৩ উপ অধিনায়ক মেজর আরমিন রাব্বী, এএসপি আহসান হাবিবসহ র‌্যাবের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,নির্বাচন,অনিয়ম,র‌্যাব অধিনায়ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close