
১৬ সেপ্টেম্বর, ২০২৩
এক লাখ টাকায় বিক্রি হচ্ছে এই তরমুজ!

ছবি : সংগৃহীত
এক তরমুজের দাম লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে! শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। জাপানে চাষ করা এই তরমুজের নাম ডেনসুকে। একে কালো তরমুজও বলা হয়ে থাকে। এর দামের মূল কারণ চাষ প্রক্রিয়া।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, শুধু জাপানের উত্তরাঞ্চলীয় হোকাইড়ো দ্বীপে চাষ হয় এই তরমুজ। এগুলো সাধারণ তরমুজের মতো করে বিক্রি হয় না। হাজার থেকে শুরু হয়ে লাখ ছাড়িয়ে যায় দাম।
২০১৯ সালে একবার এই তরমুজের দাম উঠেছিল প্রায় ৫ লাখে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন