reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০২৩

ইতিহাসের এই দিনে 

ছবি : সংগৃহীত

১৬ মে, ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়া জাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূর প্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবন প্রবাহকে। ওই আর্থসামাজিক ঘটনার নব প্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানব সমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নবউদ্দীপনা। নতুন অন্বেষণ। আসুন, জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে ইউকিডিপিয়া থেকে।

১৫০২ : ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং ওই এলাকার নাম রাখে হন্ডুরাস।

১৫৩২ : ইংল্যান্ডের লর্ড চ্যানসেলর পদ থেকে স্যার টমাস মুর পদত্যাগ করেন।

১৮২২ : গ্রিসের স্বাধীনতা যুদ্ধে তুরস্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়।

১৮৭৪ : মিল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের চারটি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় ১৩৯ জনের প্রাণহানি ঘটে।

১৮৮১ : বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়।

১৮৯০ : ব্রাহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রাক্ষবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯১৬ : উসমানীয় সাম্রাজ্যের ভাগাভাগি নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গোপন সাইকস-পিকট চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯২০ : ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ক-কে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজের মাধ্যমে সেইন্ট হিসেবে ভূষিত করেন।

১৯২৯ : হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার চালু হয়।

১৯৩২ : জাপানের প্রধানমন্ত্রী তসুশি ইনুকাই টোকিওতে আততায়ীর হাতে নিহত।

১৯৪৫ : জার্মান নাৎসি বাহিনী অবলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৪৬ : ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close