reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০২৩

ইতিহাসের এই দিনে

ছবি : সংগৃহীত

আজ ২০ মার্চ। ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল অনেক ঘটনা। সে সব ঘটনা মানুষের সমাজ জীবন এবং রাষ্ট্রচিন্তায় এনে দেয় নতুন বোধ ও বিবেচনা। বদলে যায় মানুষের আচার-আচরণ। দেখা দেয় নব উদ্দীপনা। এ দিনে পৃথিবীতে আসেন অনেক ক্ষণজন্মা মানুষ। তাদের জন্ম পৃথিবীকে দেয় অনেক কিছু। তারা বড় হয়ে সমাজে রাখেন ইতিবাচক অবধান। আসুন, জেনে নেই সে সব ঘটনা। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১৬৮৬ সালের এই দিনে কলকাতার সুতানটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়।

১৭৩৯ সালের এই দিনে নাদির শাহ দিল্লি দখল করেন।

১৮১৪ সালের এই দিনে যুবরাজ উইলিয়াম ফ্রেডরিক নেদারল্যান্ডসের রাজা হন।

১৯৩৫ সালের এই দিনে ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।

জন্ম :

১৪৯৭ সালের এই দিনে আটাওয়ালপায় ইনকা সম্রাটের জন্ম।

১৬১৫ সালের এই দিনে মোঘল সম্রাট শাহজাহানের প্রথম পুত্র দারাশিকোর জন্ম।

১৮২৮ সালের এই দিনে হেনরিক ইবসেন, একজন নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন, তার জন্ম।

১৮৪২ সালের এই দিনে গুরুপ্রসাদ সেন, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এম.এ এবং বিহারের প্রথম ইংরেজি দৈনিক ‘বিহার হেরল্ড’ এর প্রতিষ্ঠাতা, তার জন্ম। (মৃ.১৯০০)

১৯২০ সালের এই দিনে চিন্ময় লাহিড়ী, বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী, তার জন্ম।(মৃ.১৭/০৮/১৯৮৪)

১৯২৯ সালের এই দিনে বাংলা ছড়ার গানের যশস্বী কণ্ঠশিল্পী সনৎ সিংহের জন্ম।(মৃ.২০১৩)

১৯৬৬ সালের এই দিনে অলকা যাজ্ঞিক, ভারতীয় নেপথ্য গায়িকা, তার জন্ম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাসের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close