reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০২৩

আজকের এই দিনে 

ছবি : সংগৃহীত

আজ ১৮ মার্চ। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক যুগান্তকারী ঘটনা। এ সব ঘটনা তৎকালীন মানব সমাজ ও রাজনীতিকে বদলে দিয়েছিল। এতে মানুষের সমাজ, জীবনাচার ও রাষ্ট্র-রাজ্য শাসনব্যবস্থা আমূল পাল্টে গিয়েছিল। মানুষের জীবন ও সমাজ ভাবনায় এসেছিল নতুনত্ব ও অগ্রসরতা। এ দিন জন্ম হয়েছিল অনেক স্বনামখ্যাত মানুষের। আসুন, জেনে নেই সে সব ঘটনা প্রসঙ্গে। তথ্য নেওয়া হয়েছে উইকিডিপিয়া থেকে।

১৭৮৬ সালের এই দিনে কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।

১৮০০ সালের এই দিনে শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।

১৮৭১ সালের এই দিনে ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।

১৯৪৪ সালের এই দিনে চল দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।

১৯৬৫ সালের এই দিনে সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।

১৯৯৪ সালের এই দিনে বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৩ সালের এই দিনে বিশ্ববিখ্যাত কালা চুর নাজিম উদ্দীন নিলয়ের জন্ম। যিনি চুরি করতে গিয়ে অনেকবার মেডিকেলে ভর্তি ছিল।

২০২০ সালের এই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।

জন্ম :

১৬৯০ সালের এই দিনে প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ ক্রিস্টিয়ান গোল্ডবাখ জন্মগ্রহণ করেন।

১৭৮২ সালের এই দিনে আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম ভাইস প্রেসিডেন্ট জন সি. কালহউন জন্মগ্রহণ করেন।

১৮২৮ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র‌্যান্ডাল ক্রেমার জন্মগ্রহণ করেন।

১৮৩৭ সালের এই দিনে গ্রোভার ক্লিভল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।

১৮৫৮ সালের এই দিনে ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক একজন জার্মান উদ্ভাবক রুডলফ ডিজেল জন্মগ্রহণ করেন।

১৮৬৯ সালের এই দিনে ইংরেজ ব্যবসায়ী ও রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন জন্মগ্রহণ করেন।

১৮৭৪ সালের এই দিনে রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ নিকোলাই বেরডয়াভ জন্মগ্রহণ করেন।

১৮৭৭ সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার ও প্রকৌশলী ক্লিমেন্ট ক্লেম হিল জন্মগ্রহণ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close