reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মার্চ, ২০২৩

‘ডিজের শব্দে’ বিয়ের আসরেই মারা গেলেন বর

ছবি : সংগৃহীত

বিয়েবাড়ি মানেই আনন্দ, উল্লাস, গানবাজনা আর খাওয়া-দাওয়া। ঠিক এমন ভাবেই চলছিল সব। কিন্তু ডিজে গানের শব্দ ঘটালো ব্যাঘাত। কেবলই মালাবদল হয়েছে নবদম্পতির। এরপরেই ডিজের শব্দে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন বর। হাসপাতালে নিতেই ঘটলো জীবনাবসান।

এমন ঘটনা ঘটেছে ভারতে বিহার প্রদেশের সীতামারি জেলায়। নিহত বর সুরেন্দ্র কুমার। গত ১ মার্চ বিয়ের আসরে মালাবদলের পরেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় সুরেন্দ্রর।

বিয়ের জন্য তৈরি মঞ্চে মালাবদলের জন্য দাঁড়িয়েছিলেন সুরেন্দ্র ও তার কনে। নিয়ম মেনে মালাবদলও হলো। অন্যদিকে এমন সময় উচ্চস্বরে ডিজে বাজানো হচ্ছিল। তখনও সুরেন্দ্র বারবার ডিজের উচ্চস্বর নিয়ে আপত্তি জানাচ্ছিলেন। বলেছিলেন তার অস্বস্তিবোধ হওয়ার কথা। কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয়নি। এরই একপর্যায়ে বিয়ের আসরে লুটিয়ে পড়েন তিনি। তারপরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

বিয়েবাড়ি বা যেকোনো অনুষ্ঠানে ডিজে বাজানো বন্ধ করা নিয়ে ব্যাপক আলোচনা করেছে প্রসাশন। এ ঘটনার পর তা আরও বেশি জোরদারে চিন্তা করা হবে বলে আশা করছেন অনেকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিয়েবাড়ি,বর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close