reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

আজকের এই দিনে

৫ ফেব্রুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জাতীয় গ্রন্থাগার দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮৩১ : প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।

১৯৩৪ : ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

১৯৬৬ : লাহোরে ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে’ বঙ্গবন্ধু ৬ দফা দাবি উপস্থাপন করেন।

১৯৭৪ : সংসদে বিরোধী সদস্যদের ওয়াক আউটের মুখে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস।

২০১৩ : যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

জন্ম :

১৮৯৪ : বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন।

১৯০৭ :অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক।

১৯৫৪ : আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক।

মৃত্যু :

১৮৫৯ : তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক ও সমাজ সংস্কারক।

১৮৯৪ : সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক।

১৯৩২ : রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close