reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২৩

আজকের এই দিনে  

ছবি : সংগৃহীত

২৩ জানুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ জাতীয় প্রশিক্ষণ দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৯১৯ : মুসোলিনি ইতালির ফ্যাসিবাদী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।

১৯২০ : ভারতীয় উপমহাদেশে বিমানযোগে পণ্য পরিবহন ও ডাকযোগাযোগ শুরু হয়।

১৯৯২ : এল সালভেদরের গৃহযুদ্ধে জড়িত গেরিলাদের ক্ষমা করে বিল পাস।

২০০১ : বাংলাদেশে চতুর্থ আদমশুমারি শুরু হয়।

২০০২ : পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত ও নিহত হন।

জন্ম :

১৮২৩ : প্যারীচরণ সরকার, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং পাঠ্যপুস্তক রচয়িতা।

১৮৯৭ : নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক।

১৯১৫ : নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম আর্থার লিউইস।

১৯২১ : অর্থনীতির মহিলা অধ্যাপিকা অমিতা দত্ত।

১৯৩৪ : বরুণ সেনগুপ্ত, সাংবাদিক ও কলকাতার দৈনিক “বর্তমান” এর প্রতিষ্ঠাতা।

১৯৪৭ : মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার ৫ম প্রেসিডেন্ট।

মৃত্যু :

১৮৫৯ : কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।

১৯০৯ : নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের কবি।

১৯৪৪ - রাশিয়ান কবি ভিক্টর গুসেভ।

২০১২ : অমল বোস, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা।

২০১৫ : সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close