reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২৩

আজকের এই দিনে

১৫ জানুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৭৫৯ : লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন।

১৭৮৪ : স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা।

১৮৭৫ : কলকাতায় দ্য স্টেটসম্যান দৈনিক পত্রিকা রূপে প্রকাশ শুরু করে।

১৮৭৮ : লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।

২০০১ : অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

জন্ম :

৩৭ : নিরো, রোমের রাজা।

১৯০৫ : নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক।

১৯০৯ : কাজী কাদের নেওয়াজ, কবি ও শিক্ষাবিদ।

১৯১২ : রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯২৯ : মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা।

১৯৩৯ : হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব।

মৃত্যু :

৬৫৭ : বিশিষ্ট সাহাবী হযরত হুযাইফা (রা.)।

২০০৪ : মানিক সাহা, বাংলাদেশের খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক।

২০০৯ : তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী বাঙালি পরিচালক।

২০১২ : কার্লো ফ্রুটোরো, ইতালীয় প্রখ্যাত সাংবাদিক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close