reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০২৩

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

১৪ জানুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। সে ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৯৬৯ : পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি গৃহীত হয়।

১৯৬৯ : ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।

১৯৭২ : মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় শোক দিবস পালন।

১৯৯৮ : যুক্তরাষ্ট্রের গবেষকরা প্রমাণ করেন, এনজাইম কোষের মৃত্যু এবং বয়সবৃদ্ধির গতি মন্থর করে।

২০০৫ : শনি গ্রহের চাঁদ টাইটানে হুইজেন্স প্রোবের অবতরণ।

২০০৮ : নাসার মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলাধের্র ছবি তুলতে সক্ষম হয়।

জন্ম :

১৫৫১ : আবুল ফজল, মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক।

১৮৬১ : ষষ্ঠ মুহাম্মদ, উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান।

১৯০৩ : ইতিহাসবিদ ড. নীহাররঞ্জন রায়।

মৃত্যু :

১৯৫৪ : বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, ব্রিটিশবিরোধী, সংগ্রামী।

১৯৭১ : দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রগতিবাদী সাহিত্যিক।

২০০৮ : সেলিম আল দীন, বাংলাদেশি নাট্যকার।

২০২০ : কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক সংসদ সদস্য।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close