reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০২৩

আজকের এই দিনে                      

ছবি : সংগৃহীত

৭ জানুয়ারি। এ দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার। ইতিহাস :

১৫৫৮ : সিপাহি বিদ্রোহের অভিযোগে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর বিচার শুরু।

১৬১০ : গ্যালিলিও গ্যালিলি প্রথম তার আবিষ্কৃত চারটি চাঁদকে পর্যবেক্ষণ করেন।

১৮৩৮ : স্যামুয়েল মোর্স প্রথম তার ইলেকট্রনিক টেলিগ্রাফের পরীক্ষা চালান।

১৯২৪ : আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রতিষ্ঠা হয়।

১৯২৭ : প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন সার্ভিস প্রতিষ্ঠা।

২০১১ : কুুড়িগ্রামের দিনহাটা সীমান্তে বিএসএফের গুলিতে ফেলানী খাতুন নিহত হয়।

জন্ম :

১৯০০ : বিমানবিহারী মজুমদার, ভাগবতরত্ন, বাঙালি সাহিত্যিক ও গবেষক।

১৯৭৯ : বিপাসা বসু, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু :

১৪১৬ : দরবেশ নূর কুতুবুল আলম।

১৯৮৯ : হিরোহিতো, জাপান সম্রাট।

১৯৯৮ : রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

২০১৬ : মুফতি মুহাম্মদ সাইদ, জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close