প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০২ জানুয়ারি, ২০২৩

ইতিহাসের এই দিনে     

ফাইল ছবি

আজ ৩ জানুয়ারি। এ দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। এসবের গুরুত্ব মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ জাতীয় সমাজসেবা দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস

১৪৩১ : জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।

১৪৯৬ :- লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

১৭৫৭ : ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিশেষ অধিকার দেন নবাব সিরাজ উদ দৌলা।

১৭৮২ : সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।

১৯৫২ : ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ : আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত।

১৯৬৮ : বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে পাকিস্তান সরকারের আগরতলা মামলা দায়ের।

১৯৮২ : খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।

জন্ম

১৭৩২ : হাজী মুহম্মদ মুহসীন, বাঙালি মুসলমান শিক্ষাব্রতী, সমাজসেবী ও দানবীর। ১৮১৭ : মদনমোহন তর্কালঙ্কার, বাঙালি কবি ও পণ্ডিত।

মৃত্যু

১৯৮০ : খ্যাতনামা ভারতীয় বাঙালি জ্যোতির্বিদ ও গণিতাচার্য নির্মলচন্দ্র লাহিড়ী।

১৯৮৩ : কাদের নেওয়াজ, কবি।

১৯৯২ : বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল।

২০১১ : সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী।

২০২১ : রাবেয়া খাতুন, একুশে পদকবিজয়ী লেখিকা।

এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু,ইতিহাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close