প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ জানুয়ারি, ২০২৩

আজকের এই দিনে   

ছবি: সংগৃহীত

আজ ২ জানুয়ারি। এ দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। এসবের গুরুত্ব মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ জাতীয় সমাজসেবা দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৪৯২ : গ্রানাডার মুসলিমদের পতন। রানি ইসাবেলার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ।

১৭৫৭ : ব্রিটিশদের কলকাতা দখল।

১৮৫৬ : ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা।

১৮৯০ : সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

১৯৪৬ : ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে নেহরু, বালদেভ সিং, জিন্নাহ ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়।

১৯৮৮ : বেনজির ভুট্টো প্রথম কোনো মুসলিম দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন।

১৯৯১ : ভারতের উত্তর প্রদেশে তান্ত্রিক সাধনার জন্য ৮ বছরের বালিকাকে বলিদান।

জন্ম :

১৮৯২ : নীলরতন ধর,প্রখ্যাত বাঙালি ভৌত-রসায়ন বিজ্ঞানী।

১৮৯৬ : শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র।

১৯১৭ : আহসান হাবীব, বাংলাদেশি কবি ও শিশু সাহিত্যিক।

১৯১৭ : শওকত ওসমান, বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

১৯২২ : রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা।

১৯৪৭ : আযহার আলী আনোয়ার শাহ - বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ

১৯৫৩ : শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

মৃত্যু :

১৯৭২ : বিশ্ব বিখ্যাত ভারতীয় কুস্তিগীর গোবর গোহ।

১৯৭৫ : সিরাজ সিকদার, বাংলাদেশি সমাজবাদী নেতা।

১৯৭৭ : প্রমথ ভৌমিক, বাঙালি সমাজবাদী সাংবাদিক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস,ব্রিটিশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close