reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ডিসেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

২৬ ডিসেম্বর। এই দিনে অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। উন্মোচন হয়েছে নতুন দিগন্তের; যা গুরুত্ব বহন করছে যুগ যুগ ধরে। সেই গুরুত্বের বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১১৩৫ : রাজা স্টিফেনের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।

১৭৮৯ : ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ।

১৮০১ : বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন।

১৮৯৮ : পিয়ের ও ম্যারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

১৯০৬ : মেলবোর্নে বিশ্বের প্রথম চলচ্চিত্র দি স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রদর্শন।

১৯১৩ : কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়।

১৯১৯ : লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ : বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।

১৯৬২ : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম নামাজ পড়া শুরু হয়।

১৯৯২ : রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মায়ানমারের প্রথম চুক্তি।

১৯৯৫ : বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

জন্ম :

১৮৫০ : স্যার কৈলাসচন্দ্র বসু, ভারতের প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।

১৮৮৭ : সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার।

১৮৯৩ : মাও সে তুং, চীনা কমিউনিস্ট পার্টির নেতা।

১৯৩৮ : আলমগীর কবির, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা।

১৯৯২ : মিনার রহমান, বাংলাদেশি সংগীতশিল্পী।

মৃত্যু :

৯০১ : জাবির ইবনে ফুরবা, বিখ্যাত গণিতশাস্ত্রবিদ।

১৫৩০ : জহির উদ্দিন মো. বাবর, ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

১৯৪৩ : মানকুমারী বসু, বাঙালি কবি।

২০২০ : আবদুুল কাদের, বাংলাদেশি অভিনেতা।

২০২১ : নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close