reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ডিসেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

২৫ ডিসেম্বর। এ দিনে অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। উন্মোচন হয়েছে নতুন দিগন্তের; যা গুরুত্ব বহন করছে যুগ যুগ ধরে। সেই গুরুত্বের বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ বড়দিন, খ্রিস্টানদের ছুটির দিন। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস

১৭৫৮ : হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।

১৭৭১ : দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।

১৯২৫ : কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯৬৪ : ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।

১৯৭৪ : বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন।

১৯৯১ : মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।

জন্ম

১৬৪২ : ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটন।

১৮৭৬ : মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।

১৮৮৯ : চৌধুরী খালিকুজ্জামান, পূর্ব বাংলার গভর্নর।

১৯১৯ : বাংলাদেশের লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক আবু রুশদ।

১৯২৩ :মাজহারুল ইসলাম, ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি।

১৯২৪ : অটল বিহারি বাজপেয়ী ভারতের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৩৪ : সত্য সাহা, বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক।

১৯৪৮ : হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবি।

১৯৬৮: সঞ্জীব চৌধুরী, বাংলাদেশি সংগীতশিল্পী ও সাংবাদিক।

মৃত্যু

১৯৪৮ : কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি কবি।

১৯৮৮ : চিত্রশিল্পী কাজী হাসান হাবিব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close