প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ ডিসেম্বর, ২০২২

আজকের এই দিনে                   

ছবি : সংগৃহীত

আজ ১৬ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এ সব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ মহান বিজয় দিবস। তথ্য উইকিপিডিয়ার। ইতিহাস :

১৯০৪ : কলকাতার প্রথম দৈনিক সান্ধ্য পত্রিকা ‘সন্ধ্যা’ প্রকাশিত হয়।

১৯২৫ : কাজী নজরুল ইসলামের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা 'লাঙ্গল' কলকাতা থেকে প্রকাশিত হয়।

১৯৩৯ : ঢাকা থেকে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার।

১৯৭১ : পাকিস্তান সেনাবাহিনী বিকালে ৪-২১ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবসান হয় ও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

১৯৭২ : বঙ্গবন্ধু সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জন্ম :

১৮৪০ : উমেশচন্দ্র দত্ত,সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ।

১৮৮২ : বাঙালি সঙ্গীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর।

১৯০৬ : মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি।

১৯৩৬ : বাঙালি কবি ও লেখক সামসুল হক।

১৯৪৭ : বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল।

মৃত্যু :

১২৭৩ : কবি জালাল উদ্দিন রুমী।

১৯০১ : নবাব খাজা আহসানউলস্নাহর।

১৯৭৫ : প্রখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ অনাথনাথ বসু।

১৯৯৫ : কণ্ঠশিল্পী ফিরোজ সাই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিন,সন্ধ্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close