reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

১৩ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮৭৯ : মুসলিম সমাজ সম্মিলনী সভা প্রতিষ্ঠিত হয়।

১৯৩৭ : চীনের নানচিং শহরে জাপানি আগ্রাসী সেনাবাহিনীর গণহত্যা যজ্ঞ শুরু হয়।

১৯৭১ : নীলফামারী, মানিকগঞ্জ ও বগুড়া জেলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৯১ : কিশোরগঞ্জে পাকুন্দিয়া পীর মতিউর রহমানের সশস্ত্র বাহিনীর সঙ্গে পুলিশের ৩ দিনব্যাপী সংঘর্ষ শুরু হয় এতে ২ পুলিশসহ ২১ জন নিহত হন।

জন্ম :

১৯০৩ : জনপ্রিয় বাঙালি সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।

১৯৩৪ : জটিলেশ্বর মুখোপাধ্যায়, কিংবদন্তি বাঙালি সংগীতশিল্পী ও সুরকার।

১৯৩৬ : প্রিন্স করিম আগা খান।

১৯৪৫ : হারমান কেইন, আমেরিকান ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিক।

মৃত্যু :

১০৪৮ : আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, বিশ্বখ্যাত ফার্সি প-িত, আরবীয় শিক্ষাবিদ ও গবেষক।

১৭৮৪ : ইংরেজ লেখক ও অভিধান প্রণেতা স্যামুয়েল জনসন।

১৯৩০ : বিনয় বসু, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।

১৯৮১ : প্রখ্যাত বাঙালি বিজ্ঞান গবেষক গিরিজাপতি ভট্টাচার্য।

১৯৯২ : ভারতীয় বাঙালি সংগীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

২০১১ : কবীর চৌধুরী বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক।

২০২০ : নূর হুসাইন কাসেমী, দেওবন্দি ইসলামি প-িত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close