প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০২২

এই দিনে  

ফাইল ছবি।

৫ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এ সব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ বিশ্ব মৃত্তিকা দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮৪৬ : দুদু মিয়া নীলকুঠি আক্রমণ করেন।

১৮৯৩ : ‘চীন-ব্রিটেন সম্মেলনে তিব্বত-ভারত চুক্তি সই।

১৯৬৯ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘বাংলাদেশ’।

১৯৭১ : ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠন করে মিত্রবাহিনী নাম গ্রহণ করে।

১৯৭১ : পাকিস্তানি বাহিনীর কবল থেকে মৌলভীবাজারের জুড়ী এলাকা শত্রুমুক্ত হয়।

জন্ম :

১৩৭৭ : চীনের সম্রাট জিয়ান ওয়েন।

১৪৪৩ : পোপ দ্বিতীয় জুলিয়াস।

১৯০১ : নোবেল জয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ।

১৯০৫ : কাশ্মীরের রাজনৈতিক নেতা শেখ মোহাম্মদ আবদুুল্লাহ।

মৃত্যু :

১৯৫১ : চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর।

১৯৫৭ : উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ.)।

১৯৬৩ : আইনজীবী ও রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

১৯৮১ : সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেন।

১৯৮৬ : ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃত ড. নীলরতন ধর।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুদু মিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close