reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

২ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮৫৯ : আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।

১৯৪৬ : ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তারা হলেন নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।

১৯৭১ : পাকিস্তানি বাহিনীর হামলায় রামপুরা ও মালিবাগে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ লাইন। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে শুরু হয় সম্মুখযুদ্ধ।

১৯৭১ : সংযুক্ত আরব আমিরাত ব্রিটিশ উপনিবেশবাদ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৭৮ : রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সদর দপ্তর স্থাপন।

১৯৮২ : ইউনিভার্সিটি অব উতাহ মেডিকেল সেন্টারে বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন। এই কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে দন্ত চিকিৎসক বার্নে ক্লার্ক ১১২ দিন বেঁচে ছিলেন।

১৯৯৬ : মার্কিন ইন্টার কোম্পানি শক্তি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটার অবিষ্কার করেন।

১৯৯৭ : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সই।

জন্ম :

১৮৮৮ : ক্ষিতিমোহন সেন, বাঙালি গবেষক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

১৮৯২ : বিপ্লবী গোলাম আম্বিয়া খান লোহানি।

১৮৯৮ : ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় (বাঙালি) বিমান চালক।

১৯২১ : পটুয়া চিত্রশিল্পী কামরুল হাসান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close