reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

৩০ নভেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনা প্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮৬৩ : উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রাকাশিত হয়।

১৮৬৬ : শিকাগোতে প্রথম পানির নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়।

১৯১৭ : কলকাতায় জগদীশচন্দ্র বসুর ৬০তম জন্মদিনে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা।

১৯৭৩ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাল আইনে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন রাজবন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

১৯৭৭ : আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা।

জন্ম :

১৮৫৮ : স্যার জগদীশ চন্দ্র বসু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থ ও জীব বিজ্ঞানী।

১৯০৩ : রাধারানী দেবী, বিশ শতকের বাঙালি মহিলা কবি।

১৯০৮: বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি, সাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

১৯২৮ : অমর গঙ্গোপাধ্যায়, বাংলা নাট্যমঞ্চের বিখ্যাত অভিনেতা।

১৯৫৩ : নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী।

মৃত্যু :

১৭৫৯ : মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর।

১৯০৯ : রমেশচন্দ্র দত্ত, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৩৩ : কবি মোজাম্মেল হক।

১৯৯৮ : আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।

২০০৯ : আবদুল জব্বার (সাহিত্যিক) বাঙালি সাহিত্যিক।

২০১৪ : কাইয়ুম চৌধুরী, বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী।

২০১৭ : আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

২০২১ : রফিকুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close