reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

২৯ নভেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ শহীদ ডা. মিলন দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮৩৯ : গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।

১৯১০ : ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।

১৯৮৮ : প্রলংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ।

১৯৯৬ : সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি।

২০০৪ : বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস।

জন্ম :

১৯৩৬ : শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।

১৯৪৪ : মানিক সরকার, ভারতীয় বাঙালি বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজারশিল্পী।

মৃত্যু :

১৮১২ : ভারতীয় বাঙালি শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহম্মদ মুহসীন।

১৯৪৯ : রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।

১৯৮৭ : মোহাম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের কর্মী এবং রাজনীতিবিদ।

১৯৯৩ : জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা, ভারতের অগ্রগণ্য শিল্পপতি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close