প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ নভেম্বর, ২০২২

এই দিনে  

প্রতীকী ছবি।

২৮ নভেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এ সব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ শহীদ ডা. মিলন দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৫২০ : প্রথম ইউরোপীয়ান নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।

১৮১৪ : লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।

১৯৭১ : ইরানের তিনটি দ্বীপ আবু মুসা, তাম্বে বোযোর্গ ও তাম্বে কুচাক থেকে ব্রিটিশ সেনারা চলে যায় এবং দ্বীপ তিনটিতে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।

জন্ম :

১৯৩১ : গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৪৩ : রফিকুন নবী, বাংলাদেশী চিত্রকর ও কার্টুনিস্ট।

মৃত্যু :

১৯৮৯ : ফকির শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল।

১৯৯৯ : জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, বাংলাদেশী শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী।

২০০৬ : মোহাম্মদ হানিফ, বাংলাদেশী রাজনীতিবিদ ও অবিভক্ত ঢাকার প্রথম মেয়র।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close