reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

১৩ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব বিষয় নিয়েই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৬৪২ : লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক হয়।

১৮৭২ : সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।

১৯৭০ : ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব বাংলায় পাঁচ লাখ লোকের প্রাণহানি ঘটে।

১৯৭৭ : ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন।

জন্ম :

১৮৪৭ : মীর মশাররফ হোসেন, প্রথম বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

১৮৯৯ : ইস্কান্দার মির্জা, পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল ও প্রথম রাষ্ট্রপতি।

১৯২ : অশোক বড়ুয়া, বাঙালি লেখক।

১৯৪৮ : হুমায়ূন আহমেদ, বাংলাদেশি ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৬৭ : জুহি চাওলা, জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু :

১৯৮০ : প্রখ্যাত বাঙালি সুরকার রতেœশ্বর মুখোপাধ্যায়।

২০০১ : করুণা বন্দ্যোপাধ্যায়, ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিতা’র সর্বজয়া খ্যাত।

২০২১ : আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close