reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

৮ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। এসব বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮৮১ : সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশ।

১৮৯৫ : জার্মান পর্দাথবিদ ভিলহেল্ম কনরাড রঞ্জন রশ্মি-এক্সরে আবিষ্কার করেন।

১৯০২ : গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।

১৯৯১ : স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

১৯৯৮ : বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদ- ঘোষণা করা হয়।

২০১৬ : ভারতের উচ্চমানের (৫০০ ও ১০০০ টাকা) ব্যাংক নোট বাতিল করা হয়।

২০২০ : সেনা শাসন অবসানের পর মিয়ানমারে দ্বিতীয়বার সাধারণ নির্বাচন হয়।

জন্ম :

১৮৬২ : সংগীত জগতের কিংবদন্তি পুরুষ উস্তাদ আলাউদিন খাঁ।

১৯১৯ : পুরুষোত্তম লক্ষ্মণ দেশপা-ে, মারাঠি লেখক এবং কৌতুকবিদ।

১৯২১ : সুবিনয় রায়, প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীতশিল্পী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close