reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

৭ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। এসব বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৬৫৯ : ফ্রান্স-স্পেনের মধ্যে ঐতিহাসিক পাইরনসিস শান্তি চুক্তি সই।

১৭৮৩ : ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্য ফাঁসি কার্যকর।

১৯১৭ : লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা।

১৯২৪ : রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।

১৯৪১ : পার্ল হারবারে জাপানিদের বোমা আক্রমণ শুরু হয়।

১৯৫৬ : জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।

২০২০ : বিশ্বের প্রথম ৬জি উপগ্রহ উৎক্ষেপণ করে চীন।

জন্ম :

৯৯৪ : ইবনে হাজম, প্রখ্যাত মুসলিম দার্শনিক।

১৮৫৮ : বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

১৮৬৭ : মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।

মৃত্যু :

১৮৬২ : বাহাদুর শাহ জাফর, মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট।

১৯২৩ : অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।

১৯৭৫ : খালেদ মোশাররফ, বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও প্রধান সামরিক আইন প্রশাসক।

১৯৭৫ : এ টি এম হায়দার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

২০১৯ : বাঙালি কবি, লেখক এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close