reporterঅনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

৬ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। এসব বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৯৭৫ : আবু সাদাত মোহাম্মদ সায়েম, দেশের প্রথম প্রধান বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি।

১৭৬৩ : নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিয়ে নেয়।

১৮৬০ : আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯১৭ : লেলিনের নেতৃত্বে রাশিয়ার সশস্ত্র সংগ্রাম শুরু হয়।

১৯৫২ : প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়।

১৯৬২ : দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়।

১৯৭৫ : খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সিপাহিদের গুলিতে নিহত হন।

১৯৯৬ : বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জন্ম :

১৪৯৪ : প্রথম সুলাইমান, উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকাল শাসনরত সুলতান।

১৮৫১ : চার্লস ডও, আমেরিকান সাংবাদিক ও অর্থনীতিবিদ।

মৃত্যু :

৬৪৪ : উমর ইবনুল খাত্তাব, খলিফা।

১৯৮৫ : সঞ্জীব কুমার, ভারতীয় অভিনেতা।

২০০৭ : হিলডা ব্রাইড, ইংরেজ অভিনেত্রী।

২০১০ : সিদ্ধার্থ শঙ্কর রায়, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী।

২০২১: ভারতীয় বাঙালি সংগীতশিল্পী অরুণ দত্ত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close