reporterঅনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

২ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। এসব বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। দিনটি বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবেও পালন করা হয়। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৭৭২ : মর্নিং পোস্ট পত্রিকার প্রথম প্রকাশ।

১৯১৪ : রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯২০ : মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।

১৯৪৯ : ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ। আগে দেশটি ৩৫০ বছর হল্যান্ডের উপনিবেশ ছিল।

১৯৫৭ : সোভিয়েট ইউনিয়ন স্পুটনিক-২ মহাকাশে প্রেরণ করে।

১৯৬৩ : সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজা হন।

জন্ম :

৬৮২ : উমর ইবনে আবদুল আজিজ, আরবের খলিফা।

৯৭১ : মাহমুদ গজনভি, গজনভি সাম্রাজ্যের শাসক।

১৮৮৬ : বাংলাভাষার প্রথম প্রাণপুরুষ ধীরেন্দ্রনাথ দত্ত।

১৯০৯ : অরুণ মিত্র, বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।

১৯৩৫ : শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গল্পকার।

১৯৬৫ : শাহরুখ খান, ভারতীয় অভিনেতা।

মৃত্যু :

১৯৭৪ : বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও লেখক বরকতউল্লাহ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close