reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২২

ইতিহাসের এই দিনে    

২৮ অক্টোবর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। এসব বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ অকুপেশনাল থেরাপি দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৪৯২ : ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।

১৬৩৮ : হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৭৪৬ : পেরুর লিমা-কালাওতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি।

১৭২৬ : জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।

১৮৩১ : মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।

১৯২০ : অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।

১৯২৯ : ফ্লোরিডায় একটি বিমানে প্রথম শিশুর জন্ম।

১৯৪০ : ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ।

১৯৫২ : গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

১৯৬২ : গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।

জন্ম :

১৮৬৬ : যোগীন্দ্রনাথ সরকার প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।

১৯৫৫ : বিল গেটস, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

মৃত্যু :

১৮৯৪ : বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী।

১৯০০ : ম্যাক্স মুলার, বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ প-িত ও অনুবাদক।

১৯৩৭ : ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়।

১৯৭১ : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বাংলাদেশি শহীদ মুক্তিযোদ্ধা।

১৯৭৩ : তাহা হুসাইন, মিসরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক।

২০০২ : অন্নদাশঙ্কর রায়, বাঙালি কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close