reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০২২

ইতিহাসের এই দিনে    

ফাইল ছবি

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। আজ ১৬ অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস, বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস। ইতিহাস মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ বিষয়টি মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

৬৯০ : উ জে টিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। তিনি চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।

১৭৫৬ : মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকাত জং পরাজিত ও নিহত হন।

১৯০৫ : লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে প্রতিবাদ হয়।

১৯২৩ : ওয়াল্ট ডিজনি ও তার ভাই ডিজনি দি ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ : চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ।

১৯৪৩ : বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৪৫ : কুইবেক ও কানাডায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ঋঅঙ) প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ : চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়।

১৯৯৮ : লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশ গ্রেপ্তার হন।

জন্ম :

১৯৪৮ : হেমা মালিনী, ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।

১৯৫৬ : রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, তিনি বাংলাদেশি কবি ও গীতিকার।

মৃত্যু :

১৯৫১ : লিয়াকত আলি খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।

১৯৮৭ : সমাজসেবিক ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু।

১৯৯৪ : সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close