reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০২২

ইতিহাসের এই দিনে

ফাইল ছবি

৮ অক্টোবর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। বিশ্ব দৃষ্টি দিবস ও প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস। জেনে নিন এ দিনের আরো গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু দিন। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস

৬২৪ : কিবলা বায়তুল মোকাদ্দাস থেকে কাবায় পরিবর্তন।

১২৫৬ : প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন।

১৯৩২ : রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠা।

১৯৩৯ : পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।

১৯৯০ : ইসরায়েলি সেনাদের হামলায় মসজিদে নামাজরত ২০ ফিলিস্তিনি নিহত।

১৯৯১ : স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

২০০৫ : উত্তর-পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফফারাবাদে ৭ দশমিক ৬ রিক্টার স্কেলের ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।

জন্ম

১৮২২ : রাদারফোর্ড বি. হেইজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।

১৮৬২ : আলাউদ্দিন খাঁ, ওস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত বাঙালি সেতার ও সানাই বাদক।

১৮৮৩ : নোবেলজয়ী (১৯৩১) জার্মান জীবরসায়নবিদ ওটো ভারবুর্গ।

১৯৬৫ : জগলুল হায়দার, আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক।

মৃত্যু

১৮৮০ : বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ।

১৯৩৬ : মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক।

১৯৯৮ : বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম।

২০১২ : বিদিত লাল দাস, বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার।

২০১৪ : আবদুুল মতিন, ভাষা সৈনিক

২০২০ : আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close