reporterঅনলাইন ডেস্ক
  ০১ অক্টোবর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

২ অক্টোবর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ আন্তর্জাতিক অহিংস দিবস, জাতীয় উৎপাদনশীলতা দিবস ও পথশিশু দিবস। জেনে নিন এ দিনের আরো গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস

১১৮৬ : ক্রুসেড যুদ্ধে সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।

১৭১৮ : স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ডর মৈত্রী জোট।

১৯২২ : চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি।

১৯৩৪ : জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ।

১৯৫৫ : সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭২ : বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।

১৯৭৯ : ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।

১৯৮৩ : বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে।

১৯৯৫ : বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।

জন্ম

১৮১৪ : সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।

১৮৬৯ : মোহনদাস করমচাঁদ গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা।

১৮৮৯ : খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী।

১৯০০ : লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী।

১৯০৪ : লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের সাবেক (তৃতীয়) প্রধানমন্ত্রী।

১৯৬৪ : ফারুক মাহফুজ আনাম, রক সংগীত শিল্পী, যিনি জেমস নামে পরিচিত।

মৃত্যু

১৯১৭ : অক্ষয়চন্দ্র সরকার, বাঙালি কবি ও সাহিত্য সমালোচক।

১৯৭১ : খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্বপাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

১৯৭৪ : নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close